পীরগঞ্জে হত্যা মামলার জেরে শতাধিক গরু হরিলুট উদ্ধার-২২ 106 0
পীরগঞ্জে হত্যা মামলার জেরে শতাধিক গরু হরিলুট উদ্ধার-২২
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জের রত্নেশ্বরপুর গ্রামে খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনায় আসামী পরিবারদের শতাধিক গরু হরিলুটের ঘটনা ঘটেছে। ২ এপ্রিল দিবাগত রাতে এ লুটের ঘটনাটি ঘটেলেও পুলিশ এ পর্যন্ত ২২টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রকাশ, উপজেলার রত্নেশ্বরপুর মৌজার বিলে সরকারের খাস জমিতে চাষাবাদ কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উক্ত গ্রামের দুদু ও লুৎফর বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছে। ১ এপ্রিল সকাল ৯ ঘটিকায় লুৎফর বাহিনীর লোকজন নিজেদের লাগানো ইরি/বোরো ধান কেটে ট্রলিযোগে বাড়ীতে নিয়ে আসার পথে দুদু বাহিনীর লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনা স্থলেই উপজেলার গুর্জিপাড়া (কদরের পাড়া) গ্রামের মৃত সবের উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৫৫) নিহত হয় এবং আরও ৮ ব্যাক্তি গুরুতর আহত হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলেএসে নিহতের লাশ মর্গে প্রেরন সহ তৎক্ষনাৎ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জরিত ৬ জনকে গ্রেফতার করে এবং ২৬ জনকে এজাহার ভুক্তসহ অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করে।
এ হত্যা মামলাকে কেন্দ্র করে উক্ত গ্রাম প্রায় পুরুষ শুন্য হয়ে পরেছে। এ সুযোগে আশপাশ গ্রামের কিছু আসাধু লোক নিহতের পরিবার সহ আত্মীয় স্বজনদের ক্ষিপ্ত করে আসামী পরিবারের লোকজনদের শতাধিক গরু হরিলুট করে নিয়ে যায় বলে এলাকাবাসী ও আসামীদের পরিবার সুত্রে জানাযায়। এ ব্যাপারে পীরগঞ্জ থানা পুলিশের অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র এর সাথে কথা তিনি বলেন, গরু লুটের বিষয়টি সঠিক তবে শতাধিক নয়, এ সংখ্যা ৫০ থেকে ৬০ পর্যন্ত হবে। আমরা বিষয়টি জানার সাথে সাথে পদক্ষেপ গ্রহন করি এবং আশ পাশের গ্রাম থেকে ২২টি গরু উদ্ধার করেছি, বাকী গরু গুলোও উদ্ধারের তৎপরতা চলছে।
এ ঘটনায় আসামী পরিবারের লোকজন সহ সাধারন গ্রামবাসী নিরাপত্তা হীনতাসহ হামলার আশংকায় রয়েছে। সুধীমহল উক্ত গ্রামে আবারও কোন অপ্রিতিকর ঘটনা বা নাশকতা এড়াতে আপাতত কয়েকদিন পুলিশি টহল দেয়ার দাবী জানিয়েছেন।